টিনশেড বাসার ফাঁক দিয়ে আগত শৈত্য,
আমার উলঙ্গ মৃতদেহের চেয়ে উত্তপ্ত।
সমাজ আমাকে সামাজিকীকরণ শিখিয়েছিলো,
শিখিয়েছিলো লজ্জা নিবারনে কাপড় পরিধান,
জাতের ব্যাবধানে কাপড়ের ব্যাবধান,
কাপড়ের ব্যাবধানে অধিকারের ব্যাবধান,
আর,
এখন আমি অন্তীমে যাত্রা করছি,
শুভাগমনের পোশাকে।
সে যা'হোক,
অতঃপর,
শৈত আমাকে উষ্ণ করছে,
সে উষ্ণতায়,
মরণোত্তর ঘুম আমাকে বিগত ভুলের স্বপ্ন দেখায়,
আমার মৃতদেহের মুখ দিয়ে পোকা বের হয়ে নাক দিয়ে ঢুকে যাচ্ছে,
কিন্তু কথা হলো,
আমি মৃত হয়ে আমার এ নৃশংসতা দেখছি কিভাবে?
তাহলে আমার কি মৃত্যু হয় নি?
মৃত্যু না হলে,পোকা?
আর মৃত্যু হলে,মৃতের ঘুমে ভুলের স্বপ্ন?
কোনটার ব্যাখ্যা কি?
কিংবা সামাজিকীকরণ?
আমি যে কলম হাতে লিখছি আমার উলঙ্গ বিভৎষ মৃত্যুপট,তারই বা ব্যাখ্যা কি?