আমি মুখোশ পছন্দ করি,
একটা জোকার স্মাইলি মূখোশ,
কেউ কাদছে,কেউ রাগে ফেটে পড়ছে,
কেউবা বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য বুঝতে না পেরে,
স্তব্ধ হয়ে বসে আছে ভেজা কর্দমাক্ত মাঠে,
কেউ আবার বিরক্তিভাবে চেয়ে আছে প্রান্তহীন সীমানায়,
হঠাৎ,
জোকার স্মাইলি মুখোশটা দেখা মাত্রই সকলের চোখে অকৃত্রিম,অমলিন নির্মল হাসি,
হে হে হে,
সবাই হেসে উঠলো,পৃথিবীও হাসলো,
জোকার ও হাসলো,
সবার হাসি আবার থামলো,পৃথিবীও থামলো,
জোকার থামলো না হেসেই গেলো,সে হেসেই গেলো,
কারণ তার জোকার স্মাইলি মুখোশ আছে,
সে কাদলেও হাসে হাসলেও হাসে,
সে শুধু হাসে,
তার হাসি দেখে আবার হাসি পায় পৃথিবীর।