আমি তোমাকে বলিয়াছি কাফের
নিশ্চয়ই তুমি তাই
প্রত্যুত্তরে বলিল মোল্লা,
এ কথা বলিয়া তুমিও কাফের,"মূর্খ কোথাকার"


প্রহেলিকা করে আমরাও বলি
ধর্ম আজ অধর্মের পথে,
সত্য হইছে বুলি
আর,অরাজকতার কোলাকুলি।


কত জাতের যে মোল্লা রয়েছে  
রয়েছে যে কত রূপ,
ছ-রঙা এ প্রকৃতিই যেন
তাহারই প্রতিরূপ।



ধর্মের এ ব্যাবসা,আর বচসা
বন্ধ করিতে হইবে অতি সহসা,
নইলে জাতির ক্ষীণ যে আশা
তাও হইবে মলিন ধোঁয়াশা।