আমি ভাবি,
যদি কোনো দিন আমার কল্পনাগুলো মরে যেত,
আমি মুক্তি পেতাম,
কিন্তু,
এরা এতই নাছোড়বান্দা,
আমি মরলেও কফিনে ঢুকে কবরে যাবে,
আমার কিছু স্মৃতি আছে,
অন্য সকল প্রেমিকদের মতো সেগুলো এত সুমিষ্ট না,
কথা বলতে বলতে দম আটকে যাওয়ার স্মৃতি,
ঈষৎ ক্ষারীয়।
আমার কিছু ছোট ছোট চিন্তা ছিলো
অদ্ভুত,হেয়ালীপনায় ভরপুর।
এরা ঔষধেও ক্ষান্ত হয় না,মরণে ও না।
ভাইরাসের মতো,
এমন এক ভাইরাস,
মরণেও এদের তৃষ্ণা মেটে না,
মৃত্যুর পর জিজ্ঞেস করলাম,
আর কি করতে চাও?
তখন-ই কারেন্ট চলে আসলো,আমি ঘোর কাটিয়ে বাস্তবে ফিরলাম
আমি ভাবি,
আমার মাথাটা যদি খুলে আলাদা করা যেত!