সম্পর্ক শুধু রক্তে লিখা থাকে না
কিছু সম্পর্ক হয় পবিত্রতায়,
কিছু বন্ধন হয় মানসিকতায়,
কিছু স্নেহ হয় স্নিগ্ধ আবগের আদ্রতায়।


অপূর্ণতা সর্বত্রই,
তারই মাঝে সমর্পিত করে নিজেকে
সকল আবগের নির্ভরশীলতায়,
সেখানে বিশ্বাস থাকে অসীমে
শ্রদ্ধা অহর্নিশ,
হৃদয় থাকে পরিপূর্ণ
অকৃত্রিম,সিক্ত পবিত্র ভালোবাসায়।


এ সম্পর্কে রূপ,রূপকতা থাকে না,
স্পষ্টতা থাকে স্বচ্ছ কাচের মতো,
হৃদয় পবিত্রতায় থাকে পরিপূর্ণ
পরস্পরের থাকে আত্মিক-যোগ সুপ্ত।


এ সম্পর্কে কথা হয় আবেগের মাধ্যমে,
বাহ্যিক রূপকতার উর্ধ্বে,
অব্যাক্ত থাকে না কিছু,
ভাবের সাথে ভাবের মিলনে,
অনুভুত হয় সবকিছু।