তুমি ট্রেনে যাচ্ছো,
আপাতত শুধু যাচ্ছো,কোথায় যাচ্ছো তা কারোও কাছেই গুরুত্বপূর্ণ কিছু না।


ট্রেনের শব্দ তুমি উপভোগ করছো,
ট্রেনের ছন্দের সাথে নিজের হৃদ কম্পনের এক অদ্ভুত মিল খুজে পাচ্ছো,
ট্রেনের কোনো এক হকারের ঝুড়িতে বর্ণমালা শেখার বইতে অ-তে অজগর বাক্যটি পড়ে
হঠাৎ তোমার মনে হতে লাগলো,তুমি একটা বিরাট অ্যানাকন্ডার পেটের ভেতর বসে আছো,
শব্দটা সত্যিই হৃদকম্পন,
অ্যানাকন্ডা ট্রেনের হৃদ কম্পন।


কিছুক্ষন পর তুমি একটু ধাতস্থ হয়ে দেখছো তুমি ট্রেনেই আছো,
এবার থেকে প্রতিটি স্টেশনেই তোমার নেমে যেতে ইচ্ছে করছে,
নেমেও গিয়েছিলে,
ট্রেনের শব্দ এবং সাপের ফিস ফিস শব্দ দুটোর মিশ্রিত বিভীষিকাময় ডাক,
তোমাকে ধমক দিচ্ছে,
তুমি ট্রেন ছেড়ে যাওয়া ও সাপে কাটার ভয়ে আবার ট্রেনে উঠে পড়লে,
ট্রেন ছুটতে শুরু করলে তুমিও আবার ভাবতে শুরু করলে,
তোমার গন্তব্য কোথায়?
তোমার তো কোনো গন্তব্য নেই,
তুমি ট্রেন,সাপ,স্টেশন,ভয়,দ্বান্দ্বিক চক্র থেকে বের হতে পারছো না,


এটাই তোমার জীবন আত্মদ্বান্দিক জীবন চক্র,
এ চক্র থেকে তুমি বের হতে পারবে না।