অপেক্ষারাও আজ হতাশ হয়,
হতাশাগ্রস্ত হয় সময়,
বুকের কোনে জমে থাকা সেই
অমিমাংসিত আবেগগুলোর
হয় একটু একটু ক্ষয়


জীবনও আজ স্তব্ধতার শেষ সীমানায়
পূর্বের আকাশের লালায়িত চোখ,
যেন টেনে নিচ্ছে আমায়,
কর্ণকুহরে বাজছে যেন নরপিশাচের শ্লোক।


সিদ্ধান্তরা আজ অকারণে বিবাদী,
সমাধানও জড়ানো ইন্দ্রজালে,
বিবেক কেন আজ দ্বৈতবাদী,
চিন্তাশক্তিও হারছে বারবার
অপশক্তির আমলে।


ভালোবাসা গুলোও ঝড়ে যেতে থাকে,
পুড়ে যেতে থাকে হৃদপিন্ড,
আমার প্রতি তোমার সকল বিদ্বেষ
যেন হয়,
শেষ পৃষ্ঠার নিঃস্বার্থ প্রাণদন্ড।