পৃথিবীর অনুভূতি গুলো অদ্ভুত,
তাদের সজ্ঞায়িত করতে পাপবোধ কাজ করে,
অনুভূতি গুলো বিচার দেয়,
ওরা নিজেদের অসজ্ঞায়িত বলে দাবী করে,
হৃদয়ের রাজপথে আন্দোলন করে,
আমি দোতলার জানালা খুলে দেখি,
একে একে দৌড়াচ্ছে,মোহ,বৈরাগ্য,ক্রোধ,সংযম
,ভালোবসা,ঘৃণা,সুখ,দুঃখ সবাই।
আমি দোতলা থেকে আর বলছি "অদ্ভুত,কি অদ্ভুত"
আন্দোলনে অতর্কিত হামলা চালালো বাস্তবতা,
বাস্তবতা বাহিনীর হাতে বন্দুক থেকে বৃষ্টির মতো গুলিবর্ষণ হলো,
ফুটো হয়ে গেলো আন্দোলনকারীদের বুক,পিঠ,মাথা।
কি অদ্ভুত রক্ত বের হচ্ছে না!
ফুটো গুলো দিয়ে সরু ধারায় ধোঁয়া বের হচ্ছে,
ধোঁয়াগুলো একত্রে কুন্ডলী পাকিয়ে আকাশে মেঘ হলো,
পথিমধ্যেই বৃষ্টি,ভারী বর্ষণ।
ফুটো হয়ে যাওয়া নিস্তেজ অনুভূতিগুলো জীবন্ত হয়ে উঠলো,
এদিকে আমার মুখে "অদ্ভুত" এর উচ্চারণস্রোত জিকিরের কাছাকাছি,
বাস্তবতা বাহিনী আবার হত্যা করলো,
অনুভূতিগুলো আবার জীবন্ত হলো,
এই চক্র শেষ হচ্ছে না।
আমি হঠাৎ জিকির থামিয়ে ভাবলাম,
"অদ্ভুত" শব্দটা পৃথিবীতে না থাকলে কি বলে জিকির করতাম!