পৃথিবীতে সকল আবেগের পরিমাণ একক এবং নির্দিষ্ট,
জনসংখ্যার ঘনত্ব বাড়ছে,
একক ভাবে মানুষের আবেগের লঘুত্ব বৃদ্ধি পাচ্ছে,
সংশয়,অনিশ্চয়তা,সংকীর্ণতা,জীর্ণতা,জটিলতা বৃদ্ধি পাচ্ছে,
মানুষের দূর্বলতা বৃদ্ধি পাচ্ছে।


সময়,বয়স,মৃত্যু সবাই এগোচ্ছে।


দুঃখ গুলো বেড়ে পাহাড় হচ্ছে,
সবাই এখন তার বুকে একটা করে দুঃখের পাহাড় ধারন করে,


পৃথিবীরও তো বয়স বাড়ছে,
পৃথিবী প্রৌঢ় হচ্ছে,বৃদ্ধ হবে তাই না?
একা সে আর কত কোটি পাহাড় ধারণ করবে!
এবার পৃথিবী তোমাদের দুঃখের পাহাড় গুলো থেকে মুক্তি চায়,
তোমাদের পাহাড় গুলোকে ধ্বংস করো
নয়তো,
একদিন পৃথিবীও তোমাদের মতো আত্মহত্যা করবে।