তুমি কি জানো হে অতি রূপবতী,
কতটুকু স্নেহের সাথে আমি তোমার ছবিটা দেখি?
কত আবেগ মিশে থাকে আমার দৃষ্টিতে,
যা চির নিবদ্ধ তোমার চন্দ্রিকাযুগলের প্রতি,
কত যে স্নিগ্ধতা ছড়ায়
তোমার ঠোঁটের একচিলেতে বাকা হাসি,
নীরব রাতের খোলা আকাশের বুকে
সে এক অলংকৃত বিনিদ্র রজনীর শশী।


জোৎস্না স্নাত রাতের হিমশীতলতায়
তোমাকে পাবার নিবেদিত আশায়,
প্রতিটি প্রহর কাটে আমার নির্ঘুম নিরবতায়।
অপক্ষার প্রহর যদি ভাঙে,
তোমার নুপুরের কলধ্বনিতে।
ফিকে হয়ে যাওয়া ঘরটা যদি
হঠাৎ আলোকিত হয়,
তোমার রূপের ঝলকানিতে।


তোমার আগমনে যদি শুরু হয় কভু
আমার নতুন অধ্যায়,
আবেগের চাদরে মুড়িয়ে রাখবো
তোমাকে,
আমার কৃষ্ণপক্ষের ভালোবাসায়।