************* স্বরচিত কবিতা *************


>>>>>>>>>> চাঁদের ছোঁয়ায় <<<<<<<<<<<


পূর্নিমার চাঁদ ভাসে আলোকিত গগন।
নবজন্মে ধরণী যেন উল্লাসিত যৌবন।।
ঝিকিমিকি কিরণ জলুস পুকুর জলে।
রাতচরা বক বসে পাড়ের গাছ তলে।।
দূর হতে বহুদূর আরও অনেক দূরে।
চাঁদের খুকুরা হাসে মিটিমিটি করে।।
বিচ্ছিন্নে আছড়ে পড়ে  ধরণীর পরে।
তারকার কোল ছাড়ি পড়িছে অদূরে।।
ছিটিয়ে চাঁদের আলো টিনের চালায়।
প্রতিবিম্বে আলোকিত ঘরে জানালায়।।
খবর করিল বাতাস মৌমাছির কানে।
অধুনা সারিতে আসি পুষ্পবাগানে।।
রাতচরা মৌমাছি আসিয়া গোপনে।
বৃক্ষশাখায় গুঞ্জন ব্যাপৃত মধু-পানে।।
মায়ের কোলে শিশু খোলা বারান্দায়।
আদর সোহাগে শিশু জড়িয়ে গলায়।।
কখনো কেশের ছোঁয়া শিশুর কপালে।
সুড়সুড়করণে শিশু হাসিছে ব্যাকুলে।।
জোছনায় শোভিত বদন যেন চন্দ্রাঙ্গ।
ধরণীতে মিশিয়া চন্দ্র শিশুর সর্বাঙ্গ।।