স্বরচিত কবিতা


রাখিও স্বরণ


হাওয়াতে পূর্ণ বেলুন কৃশ আবরণ।
স্বরণে রাখিও তারে ফাটিবে কখন।।
বিশ্বাস হীনেতে বেলুন  রহিলো বাঁধা।
পলকার্ধে ফাটিতে তার হইবেনা দ্বিধা।।
কেউবা খেলিছে বেলুন মাটির পিঞ্জরে।
খেলিছে নির্জনে কেউ কেউবা নিরাকারে।।
খুশিতে রাখিতে কেউ ধ্বনিত কাঁসরে।
কেউবা নিষ্ঠার সাথে দিনেতে পাঁচবারে।।
বাঁধিয়া রাখিছে মিলে তফাৎ বিহীনে।
সদাই ফুঁকিছে সবাই নিদ্রায় জাগরণে।।
বন্ধ হইবে একদিন ফুঁকের হাওয়া।
অপূর্ণ রহিবে সাধ ছিলো যত চাওয়া।।
মানুষে মানুষে তফাৎ নিজেদের স্বার্থ।
পৃথিবীতে চলতি পথে সঞ্চয়ের ব্যার্থ।।