ভ্রান্তি


আব্দুল মান্নান মল্লিক


শীতল বাতাস গায়ে নিদ্রায় বিভোর।
অচেনার গতিপথে তাড়াহীন মন্থর।।
ভোরের আভাস পেয়ে ডাকিয়া পাখি।
ভাঙিলো নিদ্রা মোর উঠিলাম জাগি।।
স্বপ্নতে ঘিরিয়া ছিলো এমনই মজার।
ফুল পরীর দেশে ছিলো রাজার কুমার।।
বন্দির মায়াজালে ঘেরা সারা দেশটা।
ছেদনে ব্যার্থ কুমার করে অনেক চেষ্টা।।
ফুলের বাগানে ছিলো সোনার কুটির।
রাজকুমার বন্দি সেথা কাঁদিয়া অস্থির।।
লাল নীল হারা ছিলো পুষ্পে শোভন।
ফিরিতে চাইনা মোর পলকহীন নয়ন।।
রংবেরঙের প্রজাপতি ফুলের উপর।
ফুলেতে মাখিয়া রঙ অতি মনোহর।।
নামহীনে ফুলগুলি চাহে মোর পানে।
উৎপাতে নিদ্রাভঙ্গ পাখিদের গানে।।
কোথায় লুকায়ে যায় ফুল পরীর দেশ।
নয়ন খুলিতে দেখি আগের পরিবেশ।।