দুর্গম পথে


আব্দুল মান্নান মল্লিক


হাঁটিয়া অনেক পথ করিয়া বাধা অতিক্রম।
মাঝ পথে পড়ে আছি সম্মুখে আরও দুর্গম।।
বিরামহীনে পথ চলি গতিশীল এই জীবন।
একাকী দিয়া পাড়ি কখনো হইয়া আনমন।।
সম্মুখে ভরিয়া জঞ্জাল কেমনে হইবো পার।
বিলম্বে মাঝপথে হইতো নামিবে অন্ধকার।।
অন্তর জ্বলিছে কখনো অনুতপ্তের আগুন।
ধিকি ধিকি অগ্নিতাপ দুর্বল করিছে দ্বিগুণ।।
শুরুতে চলিতে পথ করেছি হইতো ভুল।
বিধাতার মাপকাঠিয় দিয়ে চলেছি মাসুল।।
অনুগামী তুমিই আছ করিতে মোরে পার।
জ্বালিয়ে দিয়ে বাতি ঘুচিয়ে দিও আঁধার।।
ভুল যদি করেছি কতক কাছেতে তোমার।
ক্ষমা চাহি বার বার অবারিতে করিও পার।।