কেগো তুমি


আব্দুল মান্নান মল্লিক


কেগো তুমি সেই? বৃহৎ কারিগরি
অস্থিয় গড়েছ পিঞ্জর, পলিতে দিয়েছ ঢাকি।
কেগো তুমি সেই? বৃহৎ কারিগরি।
কাশবন শীর্ষের উপর
আচ্ছাদিত অজিনে পিঞ্জর
সমুদ্র পিঞ্জর মাঝে, জলোচ্ছ্বাসে পূর্ণ শাখানদী।
কেগো তুমি সেই? বৃহৎ কারিগরি।
সমুদ্র যেমনে সঙ্কুচিত
অভ্যন্তরে পিঞ্জর প্লাবিত
বিগ্রসরে ফিরিছে আবার, সর্বদাই ঘুর্নন গতি।
কেগো তুমি সেই? বৃহৎ কারিগরি।
জাগিয়া উঠিছে বিহ্বলা
পিঞ্জরে ছুপানো অগ্নিগোলা
নিভাতে পশিয়া লহরী, ক্রোধের আগ্নেয়গিরি।
কেগো তুমি সেই? বৃহৎ কারিগরি।
শৈবালে করিবে রোধ
জলোচ্ছ্বাসের প্রবাহী পথ
নিভিয়া যাইবে সেদিন, পিঞ্জর মাঝারের বাতি।
কেগো তুমি সেই? বৃহৎ কারিগরি।