মানুষ নামের শ্রেষ্ঠ আমরা
মানুষ নামেই চলি,
সাম্যের কথা না ভেবে আজ
খুঁজি মিথ্যা গলি।


টাকা পয়সার মোহে যেন
ব্যস্ত থাকি রোজ,
নিই না খবর গরিব দুঃখীর
করছে কি যে ভোজ।


ধনদৌলত আর বাড়ি গাড়ি
সবার আগে চাই,
অপর দিকে অসহায়দের
অন্নবস্ত্রও নাই।


অনাথ শিশু খাবার খোঁজে
ধরে হাতে পায়ে,
এই সমাজে ওরাই ছোট
পায়না মূল্য গায়ে।


ঘুষের টাকায় পকেট ভরি
ঘুষের টাকায় খাই,
অনৈতিক আর অসৎ ভাবে
করছি জীবন ছাই।


মানব সমাজ কুলাঙ্গার আজ
ধর্ষণ চলছে বেড়ে,
এই সমাজে নারীরা আজ
যাচ্ছে বুঝি হেরে।


নয়ন মণি সোনার খনি
শান্ত জননী,
বৃদ্ধা হলে ছেলের কাছে
শুনছে বকুনি।


যৌতুক নামের অপ-লেনদেন
যাচ্ছে ভীষণ বেড়ে,
এই টাকাটা করছে আদায়
বউকে মেরে মেরে।


এই তো হলো মানবসমাজ
পৃথিবীর এই বুকে,
এমন ভাবে চললে দেশ
মরবে ধুঁকে ধুঁকে।