জোসনা রাতে ভেলায় চড়ে
দিলাম নদী পাড়ি,
দেখলাম সেথা চারিপাশে
কত গাছপালা আর বাড়ি।
ঢেউয়ের তালে মৃদু হাওয়া
বইছে সারা গায়,
সেই হাওয়াটা মনের ভেতর
মূর্ছনা জাগায়।
হালকা স্রোতে দেখতে পেলাম
চলছে মাছের ঝাঁক,
নদীর উপর পঙ্খীরাজরাও
মেলছে তাদের পাখ।
চারিপাশে ঝিঁ ঝিঁ পোকা
ডাকছে সুর তুলে,
নীরব রাতে সেই ডাক শুনে
দুঃখ যাই সব ভূলে।
মাঝে মাঝে এদিক ওদিক
শুনি শেয়ালের হাঁক,
কুকুরেরাও অবিরত
ডাকে বিরহের ডাক।
আঁকাশ পানে চেয়ে দেখি
করছে মেঘরা খেলা,
তার আড়ালে বসেছে যেন
লক্ষ তারার মেলা।


রচনাকালঃ ১৫ সেপ্টেম্বর ২০১৮ খ্রীঃ