সত্য যাব বলে
আব্দুর রহীম হাজারী
সত্য পথে চলবো সদা
সত্য যাব বলে,
সারা জীবন যাব আমি
সত্য পথে চলে।
বিপদ বাধা আসুক যত
সত্য রাখবো ধরে,
সত্য পথে চলার তরে
যাব লড়াই করে।
দুঃখ কষ্ট সামনে আসবে
শান্তি নিবে কেড়ে,
তবুও কভু সত্য কথা
দেব নাকো ছেড়ে।
সত্য বললে কিছু লোকের
মন হয়ে যায় কালো,
দুষ্ট লোকের সত্য কথায়
লাগবে না তো ভালো।
সত্য কথা ছাড়বো কেন
অসৎ লোকের তরে,
সত্য সঠিক বলেই যাব
সারা জীবন ভরে।