আমার শিক্ষক
                আব্দুর রাজ্জাক খাঁন


তোমার ছোঁয়ায় পেয়েছি সঠিক পথ,
শিখিয়েছো পৃথিবীর সকল মতপথ।
তুমি ছাড়া বইগুলো হত অজানা,
বিষয়বস্তু ও ভাববস্তু কিছুই পেতাম না।
তুমি শুনিয়েছো পাতালপূরীর গল্প,
আরো জেনেছি পর্বতে লোক যায় অল্প।
বারে বারে প্রশ্ন করি বিরক্ত হও না,
একবারও বলনি উত্তর আমি দেব না।
অজানাকে জানার ইচ্ছা করেছো পূরণ,
ভালোবাসা দিয়ে জয় করেছো মন।
কখন গল্পের ছলে, কখন বা স্নেহে,
সহজেই প্রবেশ করিয়েছো ছোট্ট ব্রেনে।
তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে,
আবার কবে মিলন? মন প্রশ্ন এটাই করে।