আমি ঘর ছাড়া
চাঁদের আলোয় ঘর ছাড়া
চোখ বুজলেই বহে আঁখিজল ধারা!
কাউকে কি পাব?
কেউ কি আছে?
কেটে দেবে চাঁদের আগাছা!


জ্যোৎস্নার আলো কম
জ্যোৎস্না স্নানে কেন ভাঙে দম?
প্রেমিক হিসেবে আমি কিসে কম?
আলো কেন কম, আগাছা যেমন!


যদি কেউ না আসে
শেষ হোক আধো আলো আধো রাত!
দেখি না তাঁর মুখ, বাড়ছে অসুখ।
চলে যাক, কেটে যাক যন্ত্রণার রাত
আমি একা একা কেনো হবো অবাক!


রাত জেগে জেগে কেনো আমি একা রবো
আমার এ জেগে থাকা কাকে জানাবো?
যদি কেউ নাই শোনে কথা
থাকলে থাক চেপে বুকের ব্যথা।