বিনে সুতোয় কাগজের মত ঝুলে থাকতাম আমরা
পরবর্তী বিকলের জন্য চেয়ে থাকতাম সকালের দিকে
রাত থেকে সকাল-ভোর স্কিপ করে দিতে চাইতাম
তারপর আবার মিলে যেতাম বিকেলের বাড়ি
বেকার দিনগুলোয় অভাব ছিল বটে
কিন্তু ; অভাব ছিল না আমাদের মাঝে
এক মন, এক প্রাণ ছিলাম
কিন্তু হায়! সব কেড়ে নিল সময়, বাস্তবতা!
বেকার দিনের প্রস্থান হলো, চলে গেলো কে যেন
আর ফিরলো না, সকাল-বিকেল
ফিরলো না সেই সব ঝুলে থাকা
ফিরবে না, ফিরে না কেউ কোনদিন।