শ্বাশুড়িকে রাখি বউ বৃদ্ধাশ্রম,
বাপের বাড়ি পা ধরি কয় বোন,
মা আমার কলিজা হৃদয়ের ধন!
অবহেলা করবিনে, মাথা ছুঁয়ে কর পণ!


শুনিয়া ভাই কহিছে, বইন!
আমার কী আছে সে মইন।
এ বাড়ি যা কিছু করে জাত নারী
আমি কী ওষ্ঠ হা করিতে পারি!


কহিছে বোন, আহারে!
মা আমার কষ্ট ভোগিছে
তাঁর প্রহারে প্রহারে!

তাই শুনিয়া কহিছে ভাই,
আমি পড়ি আছি মাঝামাঝি!
কাটিয়া বুক দু’কুল কেমনে রাখি!
সংসারে সব ক্ষমতা তোমারি
প্রভু যে নাম দিয়াছে বিস্ময়কর নারী।