কবিতা: বনসাই
কাব্য গ্রন্থ: চোখ


এ যেন রূপসীর নাক ফুল!
নান্দনিক শ্রী আর সৌকর্যে ভরপুর
এ তো অনিঃশেষ জীবন্ত শিল্প!


এ শিল্পের শুরু আছে শেষ নেই
এ আমার প্রকৃতি থেকে ধার করা দীপ্তি
এ এক অপার্থিব সৌন্দর্য জগৎ।


পূর্ণিমা রাতে, আঁধার কালো অথবা
তপ্ত দুপুরে কিংবা বিকেল বেলায়
চোখে চোখে রাখি বেশি ভালোবাসি
দেড় ফিট বেলকনির বনসাইয়ের সারি!