গুরু বললেন, খেয়াল রেখো!
অনুভূতি ভালো!
কিন্তু তোমাকে ভাসিয়ে যেন না নেয়!
তাতে সর্বনাশ হয়ে যাবে।


তুমি তো গাছের পাতা নও
ঢেউ কেন তোমাকে ভাসাবে?
যেখানে খুশি ভাসিয়ে নিয়ে যাবে!
তোমার শক্তি অনেক
তুমি যে মানুষ!


তোমার পায়ের নিচে শুধু মাটি নয়
পাথর আছে, শুধু দাঁড়িয়ে থাকো
তুমি সব পারবে, শুধু ভেসে যেও না।


শুধু বুঝতে শিখো
কখন বিদায় নিতে হয়,
কখন জাল ছিঁড়ে বের হয়ে আসতে হয়।
তাহলে বন্দিশালা থেকে উদ্ধার পাবে।
ধরা খেয়ো না....
জাল ছিঁড়ে বেড়িয়ে আসতে শিখো।
এ পথ ভালো নয়, মসৃণ নয়, পিচ্ছিল
এ পথে যে গুলি করে সে বাঁচে
যে গুলি খায় সে ধুকে ধুকে মরে
না হয়, অন্যকে গুলি করতে শিখে।