কবিতা: মেরীর জন্য শুভ জন্মদিন
কাব্য গ্রন্থ: ঝলমলে প্রভাত


আজকের প্রভাতের আলোটা দীপ্তিমাখা
সকালটা হোক সূর্যের আগুন লাগা।
বছর ঘুরে আবার এলো এই দিন
বিধাতাকে শোধাবো কী করে এই ঋণ!
শুভ জন্মদিন, শুভ জন্মদিন
অভিনন্দন হে, অভিনন্দন মোর প্রিয়তমা
শুভ জন্মদিন শুভ জন্মদিন।


চারপাশ মুখরিত হোক তোমার ভালোলাগা
তোমার জন্য আমার হৃদয়ের এই শুভকামনা।
তোমার জন্য আজকের প্রভাত, সকাল, দুপুর ও বিকেল
ললাটে তোমার কল্যাণ জুড়ে থাক অঢেল।


তোমার জন্য আমার আজ এই কামনা
আনন্দে ভরে উঠুক, থেকো না যেনো, আনমনা।
শুভ জন্মদিন, শুভ জন্মদিন
অভিনন্দন হে, মোর প্রিয়তমা
তোমার শুভ জন্মদিন।


ক্ষণ হোক সুন্দর মন হোক অবারিত
আকাশের মতো খোলা হোক প্রেম হোক সৃজিত।
তোমার জন্য আমার একটি লাল গোলাপ
এ আমার মৌলিক প্রেমের কবিতা ও মনের সংলাপ।
ত্রিশ বছর হলো তুমি আছো এই পৃথিবীতে
বেরিয়ে পড়ো, ক্যানো আজো আছো সংগোপনে!


আমি দূরে নয়, দূরে নয় কাছেই থাকি
তোমাতে আমাতে প্রতি ক্ষণ হৃদয়ে হৃদয় মাখামাখি
নিজেকে জিগাও হৃদয় তোমার কথা কয়
তুমি আমি কোনো দিন দূরে নয়।
যদি দেখা হয় সন্ধ্যার গোধূলিতে
ভরে দেবো তোমার মন হৃদয়ের আলো দিয়ে
তুমি ভালো থেকো হে প্রিয়
তুমি ভালো থেকো
শুভ জন্মদিন, হে প্রিয় শুভ জন্মদিন।
যেখানেই থাকো তুমি আমি পর নাকো
শুভকামনা মোর গ্রহণ করো।


চারিদিকে মাতিয়ে আনন্দ, মধুর স্বরে
বলে যাই রঙিন হোক ধরণী, নত হোক তোমার তরে।
বাজলে বাজুক, বাঁশি
না বাজলে না বাজুক ঐ বীণা খানি
উঠলে উঠুক ঝড়, ফিরে আসুক না! প্রতিধ্বনি..।
আমি চিৎকারে বলি, আজো ভালোবাসি..
শুধু তোমাকে বুক পাঁজর ভেঙে ভালোবাসি..!


আশা নেই আর.., হয়তো হবে না আর দেখা
তবুও তোমার আশায় আমার এ কবিতা লেখা।
শুভ জন্মদিন হে প্রিয়তমা
তোমার জন্য শুভকামনা
গ্রহণ করো মোর যতোটুকু ভালো
জ্বলে উঠুক না! হৃদয়ের আলো
দূর হোক.., দূর হোক.. পৃথিবীর সব কালো।


আমি যতই থাকি না কেনো দূরে
আমি বাস করি তোমার হৃদয় গভীরে
আমার বাড়ি তোমার সাথে অচিন পুরে
চিনতে কী পারো এতো মানুষের ভীরে!
এ মন শুধু তোমার তরে.. তোমার তরে..
তাই বলি..
বারবার তোমার জন্মদিন আসুক ফিরে।
শুভ হোক... শুভ হোক...
তোমার জন্ম দিন...
শোধ হোক ধরণীর সব ঋণ।
শুভ জন্মদিন হে প্রিয়, শুভ জন্মদিন!