বলা নেই কওয়া নেই
হঠাৎ হঠাৎ ভিজিয়ে যাচ্ছে বিকেল
ভিজিয়ে যাচ্ছে ঢাকা শহর, রাস্তা,বাড়ি, মানুষের গা
ভিজিয়ে যাচ্ছে শূন্যর হাওয়া, বন, পাহাড়, নদী
ছলছল ছলছলানিতে ভেসে যাচ্ছে পায়ের ধূলো
বিকেল মাঝেমধ্যেই মাথা নিচু করে রূপ নিচ্ছে সন্ধ্যায়
বৃষ্টির খেলা চলছে.. তেতো-মিষ্টি খেলা
কত বারান্দায় স্বপ্নের সিঁড়ি বোনা হচ্ছে, বোনা হচ্ছে আগামী
আর আমার বারান্দায় দেশশুদ্ধ লোক ফেলে যাচ্ছে মণ মণ পাথর,
ফেলে যাচ্ছে আগুন, গজারি কাঠ, বিষাক্ত সাপ
আমার বারান্দায় ফেলে যাচ্ছে অন্ধকার টানেল
আমার বারান্দায় গভীর রাত দিয়ে যায় ওঁরা
বিকেল আমাকে আজকাল ছোঁয় না, ডাকে না
আমার বারান্দায় ফাঁসির দড়ি ঝুলে থাকে
আমাকে আটকাবে বলে দেশশুদ্ধ লোক
বৃষ্টিতে ভিজে আমাকে খেয়াল রাখছে পালাতে যেন না পারি
চারা চারা শত্রুরা বড় বড় গাছ হচ্ছে,
বৃষ্টি হচ্ছে....
আগুন জ্বলছে আমার শহরে, বারান্দায়
মন ভালো নেই আমার
আমার মন ভালো নেই
আমার মন ভালো নেই।