অমৃত করেছে দান দু’হাত ভরে
সখি কাঁটায় কাঁটায় কেন কাঁদাও মোরে?


ভালোবাসো কিনা জানিনে বেঁধেছ ডোরে,
কারোর প্রাণে প্রাণ বেঁধেছ দেখলে মোর জ্বলে!


কি করে এলো এমন মরণ জ্বালা
বাঁধা পড়িলাম গলে তুলে তোমার মালা।


কিভাবে হয় ছিঁড়তে সে মালা?
মনে হলে প্রাণ যায় প্রাণ যায়, যায় না মুখে বলা!


তুমি তো অমৃতা প্রণয়ের মহারানী
প্রার্থনা করি, প্রলয় দিয়ে ভেঙো না এই ফুলদানী!


প্রেম কি পাহাড়ি গাছে ওকের চূড়া
মালা গলে তবুও মনে হয় প্রেম অধরা প্রেম অধরা।