প্রবেশ দা...
তুমিও অগত্যা প্রস্থান করলে?
ছুটি নিলে! হীরকরাজার দেশে তুমি কেমন আছো?
আমাদের মত দলবল ওখানেও কি জুটিয়েছো?
হীরকরাজার দেশেও কি আড্ডা জমে? আমরা যেমন জমাতাম!
ওখানেও কি জোর করে চা-সিগারেটের বিল শোধ করো?
প্রবেশ দা...
তুমি তো আমাদের বলেছিলে...
বুঝলে প্রশান্ত..! আর দুটো ফাগুন মাস যাক..
আমি তোমাদের নীপবন দেখাবো। পরীদের গল্প শোনাবো
তোমাদের নিয়ে যাব গল্পের পাড়ায়। বুঝলে প্রশান্ত.. অপেক্ষা করো
ছুটি নেয়ার আগে তোমাদের অভিমান ভাঙিয়ে যাবো
তোমাদের ছিড়ে যাওয়া সুতোয় বেসুরের তাল জুড়িয়ে যাব
ইচ্ছেমত সেতারে সুর তুলিও, যেমন খুশি তেমন
নিভে যাওয়া সাঁঝবাতি আবার জ্বালিও...
প্রবেশ দা...
তুমিহীন সময় কাটে না, আড্ডা জমে না
সহজ হোক কঠিন হোক বেলাশেষে কেউ হিশেব নেয় না
জনারণ্যের ঢাকা শহর আমার ফ্যাকাশে লাগে
আপন নীড়ে ফিরে মান-অভিমান আর করি না, ভালোলাগে না
কবেই তো আঁড়াল হয়েছি, আকাশ আচ্ছন্ন বিকেল
আমার কপালে ক আর খ এখনো বড়ো হয়ে আছে
ক'তে কপাল আর খ'তে খারাপ; ক'খ আজো দখলে সারা তকদিরে।
প্রবেশ দা..
আমার তো সময় কাটে না! না হেঁটে, না বসে, না জলসা ঘরে
তোমার কী করে সময় কাটে একা একা শুয়ে শুয়ে?