কবিতা: প্রথম ছন্দে তোমাকে চাই
কাব্য গ্রন্থ: মেরী


তুমি এতো সুন্দর চেয়ে থেকে আমি নির্বাক
দুই মন এক সাথে মিলে যাক মিলে যাক।


ভালোবাসি তাই তোমাতে এতো হই তন্ময়
ক্ষণে ক্ষণে প্রার্থনা করি ভেদ হোক ক্ষয়।


হে রূপবতী তোমার রূপে আমি দিশেহারা
কি করে পথ চলি পা ফেলি তোমাকে ছাড়া।


এ কি রূপের নিশান উড়ালে সন্ধ্যারানী
ভেঙে গেলো চিরে গেলো মোর হৃদয়খানি।


বাঁচাও বাঁচাও মোরে হে রূপের মায়াবিনী
খোদাইয়ে হৃদয়ে যে লিখেছি তব নামখানি।


আবার একবার এসো হৃদয়পুরী দেখা হবে
হৃদয়পুরীর অলিগলি সব সহজে চেনা যাবে।


হৃদয়পুরীর অলিগলির ঘরে ঘরে দোলে লতা
চায়ের পেয়ালার অসিলায় হবে সেই রূপকথা।


মৌলিক প্রেমে আছে বিচ্ছেদ ভয় আছে ক্রন্দন
এক নয় দুই হলে সার্থক হবেই হবে জীবন।


এ আমার তোমাকে লেখা ছন্দের প্রথম কবিতা
আবেদন খারিজ করো না সোনা, হৃদয়ের নায়িকা।