আজকের কাক ডাকা ভোরে
রক্তের গন্ধ আসছে নাকে!
আশেপাশে কোথাও লাশ নেই
ভেজা রক্ত এলো কি করে?


রক্তের হলি খেলা চলছে অদূরে
প্রাণগুলো লোপাট হয়েছে রাতভরে
বিবেক বলো, মানচিত্রের খুনে
মানুষ বাঁচে কি করে?


চারিদিকে শব্দ ঋণ বাতাসের কান্না
মুখ চেপেছে হায়েনা শুয়োর
বুকে চাপা অনুচ্ছেদ-ধারার বায়নায়
এভাবে বিচার বাঁচে না, সভ্যতা বাঁচে না।


-মো. আব্দুর রাজ্জাক
(তারিখ-২৬/০৯/২০২০ খ্রি.)