কবিতা: রমরমা নায়িকার খোঁজ
কাব্য গ্রন্থ: প্রাণ থেকে প্রাণে


প্রতিদিন আপি গল্প পড়ে
বই আনি দেই আমি।
আপির কথা, গল্প পড়বিনে..
তাতে আছে প্রেম পাগলামি।


আপির পড়া গল্পে থাকতো
রমরমা নায়িকারা,
ভাবতো আপি
রমার খোঁজে বেরুলে হবে ভাই হারা!


বই বলতে তখন বুঝি
পদার্থ, জীব, রসায়ন
গল্প উপন্যাস কবিতা ছিল না
অসম্ভব ছিল গল্পের বই চয়ন।


বই পড়ে হলো বড়ো চাকরি
আনন্দ গেলো চলে
আজি বুঝি বই পড়ি
হাসি কান্নায় চোখ ভিজে যায় জলে।


স্যারেরা বলতেন পাঠ্য পড়ো
গল্প উপন্যাস কবিতা ছাড়ো!
উপন্যাস তো মিথ্যা জিনিস
ঔপন্যাসিক মিথ্যাবাদী ভাঁড়
গল্প পড়ে সমীকরণ মিলেছে কার?


আজ আমি খুঁজি সমীকরণ
মিলে না মিলে না সেই সমীকরণ
আমি তাঁর প্রকৃষ্ট উদাহরণ।
কবিতার তো জাত পাত নেই
স্বপ্নে কল্পনায় লুটোপুটি খায়
উপন্যাস, গল্প স্বপ্নের নৌকো বায়
জীবনী গ্রন্থ কিছু ছোঁয়া দেয়
বাস্তবতা মা হলে তাঁরা ছাউ!


সকাল গেল বিকেল এলো
সন্ধ্যা গিয়ে রাত নামল
জানলাম সার সত্য তখনই!
মিথ্যা কবিতা, গল্প-উপন্যাস
এ সব নয় সত্য! তাদের
ভেতরটা যে সত্য জিনিস!
স্বপ্ন সত্য, অস্তিত্ব সত্য
আরেক সত্য সৃষ্টি তুমি।


আজিকে আমি সব লেখকের গল্প পড়ি
বড়ো পির ছোট পির বাজিয়ে দেখি।
বড়ো পির ছেড়ে ছোট পির ধরি
আমার কথা বলবে যে পির
সেই পির ধরে বুকে লুকিয়ে রাখি।


সত্য যে বলে সেই বড় পির
জনপ্রিয় হলেই নয় মোর পির!
জীবনানন্দ দাশ নিভৃত কবি
আঁকতেন সবার মনের ছবি
তাঁর বই পড়ি আনন্দ খুঁজি
শুধু রসায়ন, পদার্থে আর
বন্দী না থাকি।