চারপাশে অনেক শব্দ
শব্দেরা এখন কোন অর্থ দেয় না
দেয় না কোন সুর
দীর্ঘ শব্দেরা বাক্য হচ্ছে না
হচ্ছে না বাক্যও শব্দের ধারক
শব্দের সাথে শব্দের
বাক্যের সাথে শব্দের
মানুষের সাথে মানুষের সম্পর্কের আরেক নাম
শব্দেরা রূপকথার পাখায় চলে
ফেরে বাস্তবতার বিকর্ষক সংযুক্তিতে..
আমি চেয়ে চেয়ে দেখি শব্দেরা কথা বলছে!
শব্দের কথা মানুষ শুনছে না..
আমি, চেয়ে দেখি নড়ে চলেছে মানুষের ঠোঁট
অথচ চোখ দুটো পাথরের মত শীতল!
আমি দেখি মানুষ কথা বলছে
কিন্তু জিহ্বা স্থির!
আমি চেয়ে চেয়ে দেখি শব্দ বেরুচ্ছে
মানুষের দাঁত থেকে!
শব্দগুলো ক্লান্ত, দুর্বল, অনুভূতিহীন
শব্দগুলো নির্মম, পরস্পর বিচ্ছিন্ন!
আমি দেখি মানুষের শব্দ অদম্য আকর
সে সব শব্দের অচেনা লাগে
আমি চেয়ে চেয়ে দেখি
শব্দেরা বর্ণিল সন্ধ্যায় পলকা কাঁচের মত খান খান হয়ে যাচ্ছে
মানুষের মানুষী হওয়ার চেয়ে সাদা রক্ত হয়ে জমে যাচ্ছে
উচ্চ গীত কলহ চার পাশে ভেসে বেড়াচ্ছে
বাক্য হচ্ছে না
শব্দেরা শব্দ হয়ে বাড়ি ছাড়া, ছন্দ বাক্য কিছু নেই।
এতিম শব্দেরা পিছু নিয়েছে কবির
ধাওয়া দিচ্ছে কল্পনায়
জানতে চায় কেন এমন হলো...
কি এমন হলো বলে না!
চারপাশে একটাই শব্দ কেন এমন হলো.....