তোমার মুখের মত মুখাবয়ব দেখে
অনুভূতিতে বুকে ছ্যাৎ করে ওঠে,
মনের সব কথা মেসেজ বক্সে লিখে
ব্যাকস্পেসে চেপে ধরে মুছে ফেলি
এসব এখন প্রতিদিনের রুটিন ওয়ার্ক!


তুমি অনুভূতিহীন কাঠপেন্সিল!
লিখে যাও-
প্রয়োজনে নিজেই মুছে দাও!
এত স্বার্থপর তুমি!
সাদা কাগজ কালো করো
নিজেও ক্ষয়ে ক্ষয়ে বাতিল হও!


তবুও তুমি আমার অনুভূতির ছোঁয়া
প্রিয় মুখ, হে কাঠপেন্সিল।


হে প্রিয় কাঠপেন্সিল, তোমার হাতে
আমার হাতে খড়ি, অনুভূতির ভাষা শেখা।
তুমিই তো লিখে যাও
হৃদয়ের না বলা স্পর্শ, অনুভূতি, স্বপ্ন সাধনা।
ভালোবাসি হে কাঠপেন্সিল,
আজও তোমায় বুক পাঁজর ভেঙ্গে ভালোবাসি।