মহান স্বাধীনতা
৭১ এর মহান বিজয়ের স্বাধীনতা,
| দভয়াল ২৫শে মার্চ বর্বরতা,
২৬ শে মার্চ মহান বিজয় স্বাধীনতা।
৭১ এর স্বাধীনতার এদেশে সাহসী বাঙ্গালীরা,
এদেশকে স্বাধীন করার লক্ষে-
ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে।
সেই ভয়াল ২৫ শে মার্চ,
ইতিহাসের পাতায় পাতায় বর্বরতম,
নিষ্ঠুর হানাদার বাহিনী পাক সৈন্যরা।
| রক্তের নেশায় মেতে ওঠে,
হিংস্র এর মত ধেয়ে যায় চারিদিকে,
একরাতেই নির্মমভাবে হত্যা করে।
অর্ধ লক্ষাধিক বাঙ্গালীকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে-
এদেশের ছাত্র, শিক্ষক জনতা, বীর সৈন্যরা
পাক সৈন্যদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে।
এদেশ স্বাধীন করার লক্ষ্যে-
বীরসেনারা ছিনিয়ে আনলাে,
যুদ্ধের মাধ্যমে পাক সৈন্যদের বিরুদ্ধে-
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু
| শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে-
বিজয় মহান স্বাধীনতা ২৬ শে মার্চ।
স্মৃতিসৌধে স্মরণ করছি,
শ্রদ্ধের সাথে সকল সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী
বাংলাদেশের স্থপত্তি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করছি।
বিজয় মহান স্বাধীনতা ২৬ শে মার্চ।