ভাল লাগে


ভাল লাগে গান গাইতে
সুখটাকে নিয়ে।
জ্ঞানী গুনী ব্যাক্তি বর্গ
সকল কে নিয়ে।
ভাল লাগে বলতে আমার
আরো লাগে পড়তে।
ভালো লাগে খেলতে আমার
বিকেলবেলার রোদে।
বৃষ্টি ভেজা মাঠের মাঝে
উড়ে এলো পাখি।
সুখ পাখিটি ধরতে আমার
অনেক সময় বাকি!
উড়ে উড়ে ঘুরে ঘুরে
এলাম আমি ঘরে।
সুখ পাখিটি দেইনা ধরা
আসমানের ওই নীলে।
ভুল যেন না হয়
ভালো বাসতে তাকে।
ভাল লাগে গান গাইতে
সকলকে নিয়ে।