বিজয় নিশান উড়িয়েছি, সোনার মুকুট কুড়িয়েছি
একাত্তরে যুদ্ধ শেষে,
শহীদের স্বপ্ন পুরণ, গাজীদের স্বপ্ন পুরণ
করবো এবার বাংলাদেশে।
ঘুষ দুর্নীতি অন্যায়, ভাসিয়ে দেবো বন্যায়
সাগরের অতল তলে,
করবো অফুরন্ত চেষ্টা, গড়বো উন্নত দেশটা
তরুণের বাহু বলে।
মন্ত্রী আমলা আমজনতা, থাকবে না ভিন্নতা
সমাধিকার পাবে সকলে,
সুশাসন বাড়ি বাড়ি, বিচার হবে তার-ই
অপরাধের জালে জড়ালে।
সুখের বাশি বার-মাসি, বাজাবে সবাই হাসি হাসি
উত্সব আমেজের ঢামাঢোলে,
আদর যত্ন মায়ায়, স্নেহের শীতল ছায়ায়
বাংলা মায়ের কোলে।