অভিমানী কবে ভাঙবে অভিমান
চোখের জল মুছে আসবে মধুচন্দ্রিমাতে,
ভালোবাসার ইটে গড়েছি প্রেমের প্রাসাদ
স্বপ্নের সিমেন্ট লাগিয়েছি সাথে ।
সুখের পায়রাগুলো উড়ছে অবিরত
আবেগের জানালার পাশের স্বচ্ছ বারান্দায়,
পৃথিবীর সকল ফুলে সাজানো বিছানায়
জোনাকির আলোয় দেখবো তোমায়।
দুখের রঙ গুলো ধুয়ে ফেলো
রাঙা হাতে আনন্দের মেহেদির জলে,
অভিমান ভুলে এসো লক্ষ্মীটি
সানাইয়ের সুরে পালকিতে দুলে দুলে।