পুষ্পরানী জান কি ?
আমার চোখে তুমি চন্দ্রমুখী,
পাহাড় নদী তরু-লতা
তোমায় দেখে সবাই সুখী।
কল্পনার রংধনুতে কতনা রং রাঙ্গিয়ে
বুনেছি ভালোবাসার নক্শী কাথা,
সেই কাথার সুচের বুননে বুননে
রচেছি যত গল্প কাহিনী কথা।
জান কি?
তোমায় পড়িয়েছি রানীর মুকুট
ভালোবাসার তাজমহলের সিংহাসনে,
তুমি চাইলে নীল দরিয়া সেচে
দেবো ঝিলিমিলি মুক্তা এনে।
মনোরাজ্যের প্রতিটি অঙ্গরাজ্য
তোমার বিচরণে মুখরিত ওগো চন্দ্রমুখী,
জান কি তুমি
তোমায় পেলেই জীবন হবে চিরসুখী।