কেন এতো কাঁদো মন?
যেদিন পৃথিবীতে এসেছ, সেই দিন কান্না দিয়ে জীবন শুরু
আজো কেঁদে চলেছ অবিরত,
কখনো কাঁদো সুখে, কখনো কাঁদো দুখে,
কখনো কাঁদো রোগে, কখনো বা কাঁদো শোকে
ভালোবাসার রাগ-অনুরাগে হৃদয়ে রক্তক্ষরণ শত শত।
কি এক গভীর ঘোরে কাটছে সময়,
কি যেন কি পাবার প্রত্যাশায়
দেহ তরী ভেসে চলেছে দেশ বিদেশে,
অভিলাষী মন অভিলাষী স্বপ্নে বিভোর,
কখনো আশায়, কখনো বা হতাশায়
কাঁদে মন পাওয়া না পাওয়ার হিসাব শেষে।
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে,
সম্পর্কের টানাপোড়েনে কেঁদে কেঁদে
দিশেহারা হতবিহবল ক্লান্ত মন ।
একটু সুখের আশায়, একটু সুখের খোঁজে
ঠিকানাহীন মন একটু আশ্রয় পেতে
বুক ভাসে চোখের জলে সারাক্ষন।
কান্না দিয়ে জীবন শুরু,
মাঝখানে ভালোবাসা, খানিক তরে কাছে আসা
মৃত্যু যন্ত্রণার কষ্ট দিয়ে শেষ,
আর কত কাঁদবে মন
হাজার স্বপ্নের বীজ বুনে, রঙ্গরসের প্রহর গুণে
খানিকটা সময় কাটাও বেশ।