ক্লান্ত দেহ ক্লান্ত মন, ব্যস্ত থাকি সারাক্ষন
শুভদিন শুভক্ষণেও একটু ফুসরত মিলে নারে,
মুক্ত খাঁচায় বন্দীদশায় থাকি বিষণ্ণতায়,
প্রাণের প্রিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানাই কেমনে
কেমনে বলি- 'অদ্য নিখিলে সদ্য প্রস্ফুটিত
হাজারো তাজা গোলাপ রজনীগন্ধার শুভেচ্ছা তোমায়।'


ঝিলিমিলি পর্দা ঘেঁষা জানালার পাশে সোফায় বসে
প্রিয় লাল টিপ কপালে পরিয়ে, হাতে হাত জড়িয়ে
ইচ্ছে করলেই বলতে পারিনা -ভাল থাক সর্বদায়,
ফেরিওয়ালার মত এবাড়ি ওবাড়ির উঠানে হাক ছেড়ে ছেড়ে
কিংবা আকাশের বজ্রের কণ্ঠে সারা পৃথিবীর মানুষকে
নিমন্ত্রনে বলতে পারিনা প্রিয়তমার জন্মদিনে উৎসব কর সবাই।


শখের কাগজের ফুলে সারা ঘরেতেই যেন দুলে,
সারি সারি মোম জ্বেলে, কাটা কেকের একটু অংশ তুলে
খাইয়ে দিতে পারিনা ইচ্ছে করলেই আজ,
মেহেদি রাঙা হাতের স্পর্শে পুলকিত ভ্রমরের চিত্তে
আধো আলো আধো অন্ধকারে দেখিনা একটি বারে
জাদুময়ী নারীর মোহনীয় রুপের রুপবতী চোখ ধাধানো সাজ।