আমার অতি আদুরে
জাদু কেন কাঁদরে,
পেঁচার মত মুখ করে
বসে মেঝের মাদুরে।
টলমলে জল পড়ে
দুটি চোখে অঝরে,
ব্যাঙ ডাকে তোমার নাকে
গোসল সেরে পুকুরে।
এলোমেলো চুলগুলো
রেগেবেগে মাথারে,
পেখম মেলে ময়ুর খেলে
তাল মাথার ওধারে।
মুখটি ভার কেন আর
একটু হাস দু-গালে,
কোলে এসে ঝুলে বসে
চুমু দাও কপালে।