এমন একজন মানুষ খুঁজি, এমন একটি মন
যে আমাকে ভালবাসবে, হৃদয় নিঙড়ানো ভালবাসা দেবে
বিনিময়ে চাইবে না কিছু,
সবুজ মাঠে ফসল ফলানোর সঙ্গী হবে,
দুটি কথা বলতে, দুটি কথা শূনতে
হাটবে পিছু পিছু ।


প্রচন্ড গরমে হাত পাখার বাতাস দেবে,
ক্লান্ত দেহে প্রশান্তির ছোঁয়া দেবে
কপালের ঘাম মুছে দিয়ে হাতের কোমল পরশে,
আমার সুখে হাসবে, আমার দুখে কাঁদবে
ঢেউ ভাঙা নদীতে নৌকার বৈঠা টানবে
সকালের সূর্যের আলোয় মুড়ি দেবে খেজুরের রসে।


অধীর অনুরাগে বাতায়ন খোলে
পথপানে চেয়ে রবে আমার ফেরার অপেক্ষায়
উৎসুক দৃষ্টি খুঁজবে প্রতিক্ষণে, ডাকবে প্রতি নিঃশ্বাসে,
অসুস্থ হলে বিচলিত হয়ে ঔষধ দেবে,
দীর্ঘায়ু কামনা করবে প্রার্থনায় বসে
সন্ধ্যা প্রদীপ জ্বালানো শেষে ।