তোমার আর আমার মধ্যেখানে,
যে ইট পাথরের দেওয়াল আছে,
চলো দেই ভেংগে দুজন এক সাথে,
মিশে যাক সকল ঘৃনা বাতাসে।


যাক বেড়িয়ে সব মনের কালো আধ্যায়,
জড়িয়ে পরানে পরান থাকুক মায়ায়,
 অনাবিল সুখ সত্যের হোক  জয়,
এসোহ যাই মিলি অসৎ করি বিদায়।


নিত্য রুপে দুটি প্রানে আপন ভেবে টানে,
চোখের দেখা মনের খোঁড়াক ভরে প্রানে,
নিরভে নবীন আঁকির অশ্রু ঝড়ে,
মিলিয়া হায় সুখ না শয় ভোরে কাঁদ্দে।


স্বর্গ খোঁজে জীবন অন্ধকারে রেখে,
আশা করে সব থাকে ঘরে বসে,
প্রদীপ জ্বালিয়ে আঁধার রাখ দূরে,
জীবনের সকল জয় সৎ সাহসের মাঝে।