অসৎ সাথী মোরা সৎ বিরোধী
ন্যায়কে অন্যায় নিত্যের লোভী
হিংসা কে ধরে সবার মনে ছাড়ি
অল্পের সুখ কামড়ে মোরা ধরি।


মোরা ঐ বেপানাকে লাথী মারি
ফকিরের ভিক্ষা নিত্য চুরি করি
আদব লজ্জা শরম গেছে উটি
মোরা এই সমাজের সকল বাসী।


ভদ্রকে পাগল বলে ছোট মনে রাখি
মিথ্যুকের পাশে গিয়ে বাহ বাহ ধরি
অফিসের বখশিশ সবাই দিতে জানি
প্রতিবাদ নাহি করে কাজ শেষে কাজী।


বিদ্রোহীরা চুপ আছে জান নিয়ে বাকি
সৎ লোক লুকিয়ে থাকে সবাই দেখি
শিয়ালের বাচ্চারা লুটছে জ্ঞানের ভারী
পথে ফুটা ফুল হয়ে যায় সবার গুনি।


ছোট মুখে বড় কথা আবার বীরের দাবি
অপরাধীরা রাজা সোনার মেডেল জয়ী
কে কার কথা শুনে সবাই চেয়ারে বসি
শিক্ষক ছাত্র সবাই মিলে আড্ডায় মেতি।


ময়লার গন্ধ হাকিমের চেয়ারে বেশি
আইনের চেয়ারে ব্যবসা বড় বড় বুলি
রাষ্ট্রের চেয়ারে কালো টাকা দূর্নীতি
গরিব মরে রাষ্ট্রের চাপে ভেজালি নীতি।