বাংঙ্গালী অল্পতে হয় খোশি...
অকারনে সুজা পথ যায় ভুলি
ভালো কথা মনে নাহি রাখে ধরি
নিষিদ্ধ কাজ পছন্দ করে বেশি।


এ ভালো সে নষ্ট শুধু তাই মাতামাতি
কাকে মেরে বড় হবে সেই নেতাগিরি
সব খায় ভেজাল সব চিন্তা ভেজালি
দোষারোপে যায় দিন চা ঘরে বসলি।


রক্ত মাটি করেছে দোষী শান্তি গেছে চলি
নিশায় ডুবেছে সমাজ যত সব খুন খারাপি
বেবিচারী যত সব ধর্ষণে গেছে দেশ ভরি
আইন আছে নীতি নাই নিত্য স্বপ্ন দুর্নীতি।


বাংঙ্গালী কে কার কত স্বার্থের বিশ্বাসী
বলি মোরা অহংকারী বীরশ্রেষ্ঠের জাতি
পথে কিছু পেলে কুড়িয়ে নেই না দেখিলে
টাকা হলে সব আইন কিনে পগেট ভরে।


কেউ যদি চলে ভালো তাকে টিটকারি করে
বাহ! বাহ! দেয় বেশি যে অন্যায় পথে চলে
ফ্রি চায় চলতে অন্যের কাঁদে হাত রেখে
হিংসায় ভরা পেট নাহি লাজ বুকে পিটে।


বাংঙ্গালী ভাত খায় বেশি রুটি খায় কমিয়ে
মাছে ভাতে বাংঙ্গালী বলে গৌরবী জ্ঞানে
পীড়ি দিলে চেয়ার চায় স্থান দিলে সব চায় নিতে
মোরা বাংঙ্গালী টাইগার গৌরবে বিশ্বে বলি সম্মানে।