বিচারপতি আমি অত্যাচারীত
কে করবে তার বিচার
লংকায় মিথ্যার ঝুড়ি
ন্যায় কাঁদে নিরব নিশি।


আমি এ দেশের ই মানুষ অধিকার চাই
কাকে বলবো মোর ন্যায্য দাবি
সবাই আজ নিজে নিজে হচ্ছে গুনি
আজ সত্যের মাথায় মিথ্যার ছানি।


আমি এ কোর্ট ঐ কোর্ট কত যে ঘুরি
ন্যায়ের সাথে নাই কোনো দরধি
সংবিধান আমায় দিয়াছে কি
আমার নাগরিক অধিকার চাই বুঝি।


বিচার প্রতি কত যাই কোটের বারিন্দায়
উকিল মূক্তার ধরি
কত টাকা যায় বিচার নাই
কোথায় কাজে মিল নাই শুধু টাকা চুরি৷


আমি আইন মানি শ্রদ্ধা করি
কত যে মানুষ কাঁদে মিথ্যায় পড়ি
তোমার চেয়ারের কি এত মজবুত খোটি
ভাংগার ভয় কি নাই হে বিচার প্রতি।


সত্য কাঁদে আজ অ সৎতের মাঝে
মিথ্যা কত সত্য সাঁজে
কে করবে এই দুইয়ের বিচার
যদি না বিবেক কাটগড়ায় আসে।


তুমি মোর বিচার প্রতি
চাই আমার ন্যায়বিচারের সম্মতি
দায় দায়িত্ব সকলই তোমার গুনি
আমি নির্যাতিত তোমার কোর্টে চাই সৎ শুনানি।


মাননীয় আদালত তোমার কলমের কালি
দাও সততার সাথে শপত করে মিশি
আমি চাই সকল অন্যায়ের সঠিক বিচার স্থায়ী
যে সৎ করে না বিচার সে উন্মাদ অপরাধী দায়ী।