আল্লাহু আঁকবার ধ্বমনি বলি মুখে মুখে,
          তুমি রাব্বুল আলামিন,
শাফায়তে কবুল করো নবীজীর উম্মত,
তুমি দয়াল আল্লাহ রহিম ও রহমান।


শপত  কমিলার আল্লাহ শাক্ষি তোমার বানী,
         কিয়ামতের কঠিন আযাবে,
দিয় ক্ষমা করি তুমি আমারই মালিক,
তোমার দয়া চাই হে আমি তোমার দরবারে।


যে দিন কেউ হবে না কারও তোমার দয়া বিনে,
           বিচার দিনের হাকিম তুমি,
মিনতি আশ্রয় তোমার কাছে চাই হে আমি,
তুমি সৃষ্টির সকল কিছুর সকল কাণ্ডারি।


আমি পাপি জীবন যাচ্ছে কত গুনায় ভরী,
      ভয়ে কেঁপে অস্থির মনে অশান্তি,
দাও কিছু জ্ঞান তোমার বানী প্রচারে,
আমি তোমারই হে রব দিয় ক্ষমা করি।


যেতায় যেখানে রাখিবে মোরে দাবি রাখে বলি,
        তোমার মায়ার শান্তির ছায়ার তলে,
যে কাজে খোশি তুমি তাই করাও মোরে,
তোমার রাস্তায় আমায় নাও কবুল করে।


অসৎ কে রাখিয় তুমি মোর কাছ থেকে দূরে,
        সত্যকে সাথী করো দাও ন্যায়ের পথে,
সাহসের সাথে তোমার বীরত্ব দাও মোর সঙ্গে,
নিরাপদ রাখও মোরে তুমি সকল মিথ্যা থেকে ।