জাগও হে বন্ধু,
করো প্রতিবাদ,
চুপ করে থেকও না
বিদ্রোহী হও...
নয়ত বাদ সকল আশাবাদ।
নিলজ্জক নয় সম্মানি,
মানুষের জন্য লড়াই,
ন্যায়ের সাথে হাত মিলিয়ে,
ওদের ধিক্কার জানাই,
এসো বন্ধু দুষমন তাড়াই।
ওরা শক্তির কথা বলে,
কথা দিয়ে করে বাঘ শিকার,
ওদ্মমো,শূন্য বেকার,
ঘৃনার প্রার্থী সবার...
বেকুব মাতাল লূটকার।
ওরা বুদ্ধির পাকা শিয়াল,
বিপদে গর্তে পালায়,
হাসে কিছু রেখে অন্তরে,
হিংসায় হ্নদয় কাঁদে,
ওরা চিরশত্রু সকল বেলায়।