ধিক ধিক ধিক...
স্বার্থবাদীদের ধিক...
ঐ দেখি বেমুরুত হিংসুক
প্রতিবাদ হে তুই মিথ্যুক।
লজ্জা শরম নাই ওর কিছু
ভয়ংকর মুখে হাসে...
বিপদ ঐ লোকের ধারে
সাবধান দূর তার কাছ থেকে।
ছি বলি তারে সংঘ ছাড় সম্মানে,
নয়ত অপমান তোর ভাগ্যে আছে,
নরম সুরে মায়াবী বলে...
সুযোগে ভাঙবে দাঁত তুলে ফেলে।
তোরা ভদ্রলোক থাকিস দূরে ভাই
নয় অভিশাপ দয়া নয় তোর চাই,
মানবের রুপ তোর কেনও নাই,
সম্মানি প্রতিবাদ ধিক্কার জানাই।