করি তোমার প্রেম,
ধরিয়া হে চরণ,
বানিয়ে ণেও মোরে,
হে তোমারই আপন।
মূর্খ আমি নেই শিক্ষা,
দাও মোরে জ্ঞান,
দিনের দাওয়াতে কবুল করো,
দাও দিনের জ্ঞানের কিরণ।
আকাঁশ পাতাল স্থলে জলে,
তোমার রাজত্ব চলে,
তোমারই পথের পথিক,
বানাও ক্ষমা করে মোরে।
যা মোর ভালা তোমায় পেতে,
তাই করো দান দোয়া দুহাত তুলে,
রাখো মোরে তোমার ধিয়ানে,
ক্ষমা চাই সকল ভুল থেকে।
আমিত করেছি শত ভুল ভুলে,
মানুষ নাই কেউ ভুলের বাহিরে,
মার্জনা চাই রহমান নামের গুনে,
তোমারই প্রেমে রাখিও সালামতে।